sliderজাতীয়শিরোনাম

জামায়াতের ২৫ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত সোমবারের মধ্যে: ইসি সচিব

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতের ২৫ প্রার্থীর বিষয়ে আগামী সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, আমরা মহামান্য হাইকোর্টের চিঠিটা আজকে পেয়েছি। আমাদের আইন শাখাকে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করতে বলেছি। যাতে কমিশনে বিষয়টি উপস্থাপন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের বলা হয়েছে- তিন কার্যদিবসের মধ্যে করা। আমরা যেহেতু আজকে পেয়েছি, স্বাভাবিকভাবে আমাদের হাতে আরো দুইটি কার্যদিবস হাতে আছে (শুক্র ও শনিবার বন্ধ থাকায় রোববার ও সোমববার হাতে আছে ইসির)। এর মধ্যে কমিশন নিশ্চয়ই একটা সিদ্ধান্ত দেবে। নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিচ্ছেন। তাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে তিনদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button