sliderস্থানীয়

জাতীয় শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলায় অনুষ্ঠিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান জনসমুদ্রে পরিণত হয়।
আজ মঙ্গলবার (২৯ আগষ্ঠ) বিকালে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানমসহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাসান সরোয়ার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিলন ঘোষাল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক কাজী তাজাম্মূল হুসাইন টিটো, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, উপজেলা যুবলীগের সদস্য শিমুল কুশারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, দুর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গাজী মাযহারুল আনোয়ার, খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম মিলন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, আইয়ুব পাটোয়ারী, মহিলা নেত্রী আসমাতুন্নাহার, মাজেদা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুল রকি, সহ-সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাপ্পি প্রমুখ।

সভায় বক্তারা বলেন,বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ ও স্বপ্নগুলো বাস্তবায়নে আওয়ামী লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্নগুলো বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র এখনও একটি গোষ্ঠী করে যাচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মত ষড়যন্ত্র রোধে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

শুরুতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শোক সভায় অংশ নেয়। নেতা-কর্মীদের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে এক পর্যায় শোকসভায়টি জনসমুদ্রে পরিনত হয়। নেতা-কর্মীদের উপস্থিতি পৌরশহরের মহাসড়কে ছাপিয়ে পড়ে। সভাস্থলসহ প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেন, এই শোক সভায় এ যাবতকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটেছে।

Related Articles

Leave a Reply

Back to top button