sliderস্থানীয়

ছন্দনাইশে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভুমি দখলের চেষ্টা 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের ছন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে পটিয়ার খরনা ইউনিয়নের মরহুম আবদুর রউফ চৌধুরীর পুএ ব্যাবসায়ী ফয়জুল কবির চৌধুরী টিটুর পৈতৃক ভুমি জবরদখল করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসংক্রান্ত বিষয়ে মৃত আবদুর রউফ চৌধুরী পুএ ফয়জুল কবির চৌধুরী টিটু বাদী হয়ে গত ২৬ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (চট্টগ্রাম দক্ষিণ) আদালতে ১৪৫ ধারা আইনে মিস মামলা নং ১৫৯/২২ ইং দায়ের করে। আদালত মামলাটির শুনানি শেষে প্রতিপক্ষ ছন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার আবদুল করিমের পুএ মোঃ নাছির, আবদুল করিমসহ ১২ জনের বিরুদ্ধে উক্ত বিরোধীয় জায়গা জোরপুর্বক দখল থেকে বিরত রাখতে ছন্দনাইশ থানার ওসিকে নির্দেশ দেন। কিন্তু প্রতিপক্ষ নাছির ও করিম আদালতের আদেশ অমান্য করে মুরাদাবাদ মৌজার আর. এস ৫২১ খতিয়ানদির আর. এস দাগ নং ৬২/৬৩/৫১/৫৩ দাগাদির বি.এস খতিয়ান নং ৩৪৬, নামজারী খতিয়ান নং ১০০৪ এর বি.এস ৮২ দাগের আন্দরে ২০শতক ভুমি জোরপুর্বক দখলে নিতে সন্রাসী কায়দায় বার বার নাছির গং চেষ্টা চালিয়ে আসছে বলে ভুক্তভোগী টিটুর অভিযোগ। ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছে এলাকাবাসী। ভুক্তভোগী ফয়জুল কবির চৌধুরী টিটু জানান, নাছির একজন চিহ্নত ভুমিদৃস্য আমার পৈতৃক জমি দখলে নিতে সনৃ সন্রাসী বাহিনী গঠন করে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে চলেছে আমি এ ব্যাপারে চট্টগ্রামে উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button