
নাসির উদ্দিন, হরিরামপুর, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চরাঞ্চল নটাখোলা গ্রামে “প্রাণী সম্পদ স্বাস্থ্য পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা” বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে চরাঞ্চলে পারিবারিক ক্ষুদ্র খাামারীরা অংশগ্রহন করেন। প্রাণী সম্পদ (গরু ছাগল ভেড়া ও হাসঁ-মুরগির) সাধারন রোগ ব্যধি লক্ষণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া দুর্যোগকালীন সময়ে (বন্যা) প্রাণী সম্পদ রক্ষায় করনীয় এবং তাদের খাবার ব্যবস্থাপনা টিকা প্রদান সহ অন্যান্য পরিচর্যা নিয়ে প্রশিক্ষনে আলোচনা করা হয়।
এ সময় প্রশিক্ষন সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রাণী সম্পদ অফিসের এ আই সেলিম উদ্দিন এবং বারসিক মানিকগঞ্জ প্রোগ্রাম অফিসার মাসুদুর রহমান। প্রশিক্ষণ কর্মশালাটি ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন এলাকার যুবটিমের সদস্য ও বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন।