
আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার আশাপুর বাজারে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীকে এ অনুষ্ঠানের আয়োজন করেন আশাপুর, চর বিনোড়া, চর কোশুল্ডা ও পেঁচারকান্দা গ্রামবাসী।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।
আরো বক্তব্য দেন, অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, আব্দুল করিম বিশ্বাস, অধ্যাপক অজয় কুমার রায়, অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, শচীন্দ্রনাথ মিত্র প্রমুখ।