গোপালগঞ্জে নতুন করে দুই চিকিৎসকসহ ২৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ২৬৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৪৬ জন। মৃত্যু হয়েছে একজনের।
শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে তিনজন, মুকসুদপুরে নয়জন, টুঙ্গিপাড়ায় দুই চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীসহ পাঁচজন, কোটালীপাড়ায় চারজন ও কাশিয়ানী উপজেলায় চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, জেলায় মোট শনাক্ত হওয়া ২৬৭ জন করোনা রোগীর মধ্যে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক চিকিৎসকসহ ৬৭ জন, কাশিয়ানীর ৬৮ জন, গোপালগঞ্জ সদরের চার চিকিৎসকসহ ৩৯ জন, টুঙ্গিপাড়ার তিন চিকিৎসকসহ ৪৩ জন এবং কোটালীপাড়া উপজেলার এক চিকিৎসক ও দুই নার্সসহ ৫০ জন রয়েছেন।