slider

গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে পুলিশ সুপারের বাসভবনে নৈশভোজের আয়োজন

মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বাসভবনে গন্যমান্য ব্যক্তিদের সম্মানে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের নিমন্ত্রণে নৈশ ভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। শনিবার ( ২৩ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত, এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এমএইচ হাফিজুর রহমান, ৫০ ব্যাটালিয়নের লেঃ কর্নেল তানজির আহমেদ, ঠাকুরগাঁও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, সিভিল সার্জন নুর নেওয়াজ আহমেদ, এনএসআই জয়েন্ট ডাইরেক্টর, মোঃ হেমায়েত হোসেন, আনসার ব্যাটালিয়ন পরিচালক -১ ড.লুৎফর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ডঃ মুহাম্মদ শহীদুজ্জামান, আনসার ব্যাটালিয়ন জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিন, কম্যান্ডেট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মোঃ নাসির উদ্দিন জুবায়ের, পঞ্চগড় পুলিশ সুপার মোঃ রাফিউল ইসলাম, এছাড়াও নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ, এবং পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে উপস্থিত অতিথিদের অভ্যর্থনা জানিয়ে স্বাগত বক্তব্য দেন জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক,

পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ও পুনাক সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী আমন্ত্রিত অতিথিদের
ফুলের শুভেচ্ছা জানান। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি শিল্পীরা মনমুগ্ধকর গান পরিবেশন করেন। পরবর্তীতে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button