sliderস্থানীয়

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে কর্মীদের উপর হামলা

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ খুলনায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে যশোর জেলার মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এসএম ইয়াকুব আলীর গাড়ি বহরে স্থানীয় সাংসদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ছেলের নেতৃত্বে হামলা চালায়।

আজ সোমবার (১৩ নভেম্বর) দুপুরে মনিরামপুর-কেশবপুর সড়কের ফকির রাস্তা মোড়ে এ হামলার ঘটনাটি ঘটে। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় এবং মারপিটের ঘটনা ঘটে। এতে এসএম ইয়াকুব আলীর ভাগ্নেসহ অন্তত ৮ জন আহত হয়েছেন আহতদের যশোর ও মনিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন জানান, তিনি এবং আওয়ামীলীগ নেতা ইয়াকুব আলী শতাধিক গাড়ি বহর নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। এসময় স্থানীয় সাংসদ স্বপন ভট্টাচার্যের ছেলে শুভ’র নেতৃত্বে উশৃঙ্খল যুবকরা তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। আহতদের যশোর ও মনিরামপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় উশৃঙ্খল যুবকরা গাড়িও ভাংচুর করে।

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে মুঠোফোনে দাবি করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এমনটি ঘটলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button