আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় গ্রেফতার শতাধিক

আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সন্দেহভাজনদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক ক্রিস্টোফার রে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকের সময় রে আরও বলেন, আমরা ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করেছি। এছাড়া অনলাইনেও নজরদারি বাড়ানো হয়েছে।
রে জানান,ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ২০০ জনের বেশি সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। আমরা জানি যে আপনি কে, যদি আপনারা সংশ্লিষ্ট থাকেন এবং আপনাকে খুঁজে বের করতে আমরা আসছি।
গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের পেশীশক্তির প্রদর্শন দ্বারা রণক্ষেত্র হয়ে ওঠে মার্কিন ক্যাপিটল হিল। ওই ঘটনায় পুলিশ সহ ৫ জন নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button