sliderস্থানীয়

কেরানীগঞ্জ শোক দিবসে দোয়া ও খাদ্য বিতরণ

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়ন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৬ আগস্ট (শনিবার) বিকেল ৪.৩০ টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের চড়াইল খেলার মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও অসহাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১৫ আগষ্ট ও ২১ গ্রেনেড হামলায় সকল নিহতদের স্মৃতিচারণ করে সকলের জন্য দোয়া প্রার্থনা করেন মহান আল্লাহ যেন নিহত সকল শহীদদের জান্নাত নসিব করেন এই কামনা করেন । এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং বঙ্গবন্ধুর কন্যা,জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে থেকে আবারো সকলকে একত্রিত হয়ে নৌকায় ভোট দেয়ার আহবান করেন।

কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদ হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী জামিল আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম,তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারক,কালিন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন রানা খোকন, ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামান,আওয়ামী লীগ নেতা মনির হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হােসান রনি,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাওলাদার হারুন মাষ্টার, থানা শ্রমিক লীগের আহবায়ক বশির উদ্দিন, থানা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমাম হাসান,ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মেরাজ হোসেন রবিন,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান জনি, থানা আওয়ামী যুবলীগের সদস্য আহম্মদ হোসেন, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ ইতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন সহ কেরানীগঞ্জ মডেল থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

Related Articles

Leave a Reply

Back to top button