কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, এদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে জেলায় উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮৮ জন।
কুমিল্লা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, রোববার পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৬ হাজার ২৬২ জনের। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৪ হাজার ৮৪৪ জনের। মোট করোনা পজেটিভ ২৬৮১ জন। গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৩০ জন। মোট সুস্থ ৭৭৭ জন।
সূত্র : ইউএনবি