আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা : রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়াল

নভেল করোনাভাইরাসে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৫৩২ জন।
মস্কো টাইমস জানায়, বৃহস্পতিবার নতুন করে ৮ হাজার ৭৭৯ জন করোনা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ। এ নিয়ে রাশিয়ায় আক্রান্ত হয় পাঁচ লাখ ২ হাজার ৪৩৬ জন।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও রাশিয়ার করোনা সংক্রান্ত তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। দেশটির প্রকৃত মৃতের সংখ্যা পরিসংখ্যানে আসছে না বলে সংস্থাটি জানায়।
ডব্লিউএইচও’র মতে, সংক্রমণের বিস্তার ও আক্রান্তের হারের তুলনায় মৃতের সংখ্যা অস্বাভাবিকভাবে কম।
এদিকে করোনা চিকিৎসায় অ্যাভিফাভির ওষুধ অনুমোদন দিয়েছে রুশ কর্তৃপক্ষ। ওষুধটির প্রথম ব্যাচ কয়েকটি হাসপাতালে সরবরাহ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button