sliderস্থানীয়

কটিয়াদীতে পরীক্ষায় ফেল করে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি পরীক্ষায় ফেল করে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। একজন বেথইর রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথী মমতা সূত্রধর (১৭) এবং অন্য জন কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার (১৭)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে এবং পৌর এলাকার বীরনোয়াকান্দি গ্রামে। মমতা সূত্রধর পিপুলিয়া গ্রামের অমৃত সূত্রধরের ছোট মেয়ে এবং শারমিন আক্তার বীরনোয়াকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে।

জানা যায়, শুক্রবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে মমতা সূত্রধর তার ফলাফল সংগ্রহ করে জানতে পারে ফেল করেছে। বিষয়টি সে কোনভাবেই মেনে নিতে পারছিলোনা। বিকালে সে বসত ঘরের দরজা লাগিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্বজনরা ঘরের দরজা ভেঙে ভিতবে প্রবেশ করে তাকে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে আনে। কিন্তু ততক্ষণে সে মৃত্যুর কূলে ঢলে পড়ে। অন্য দিকে শারমিন আক্তার ফেল করেছে জেনে অপমানে ঘরের ভিতর গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ ভূইয়া বলেন, ঘটনাটি শুনে খুবই মর্মাহত হয়েছি। সে টেস্ট পরীক্ষায় সকল বিষয়ে পাশ করেছিল। ফাইনাল পরীক্ষায়ও পাশ করতে পারবে এমনটাই প্রত্যাশা ছিল। দুর্ঘটনা বশত: যেহেতু ফেল করে ফেলেছে, এক্ষেত্রে তাকে একটু কাউন্সিলিং করলে হয়তো এ ঘটনা ঘটতো না। এক্ষেত্রে অভিভাবকদের একটু সচেতন হওয়া প্রয়োজন।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, উভয় পরিবারই ধর্মীয় বিধান মতে লাশ দাফন ও সৎকার করার পর বিষয়টি পুলিশকে অবহিত করে। তবে এ ব্যাপারে উভয় পরিবারের পক্ষ থেকে কোন প্রকার আপত্তি বা অভিযোগ নেই।

Related Articles

Leave a Reply

Back to top button