sliderস্থানীয়

কটিয়াদীর একটি দোকান থেকে এক লক্ষ টাকা নিয়ে দুই চোর উধাও

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডের এক মনোহারি দোকান থেকে দুই চোর আজব ঘটনা ঘটিয়ে মনোহারী দোকান থেকে এক লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়। নির্ভরযোগ্য সূত্রে জানা যায় ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ডে জনৈক কাসেম আলী তার মনোহরি দোকানে থাকা অবস্থায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে সে দ্রুত দোকান ফেলে বাইরে চলে যায়। সেই সময় তার দোকান সম্পূর্ণ খোলা ছিল। কিছুক্ষণ পর দোকান মালিক দোকানে এসে তার ক্যাশ বাক্স খোলা দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন তখন আশেপাশের দোকান থেকে ও সেখানে চলাচলকারী সাধারণ জনগণ দোকানে প্রবেশ করলে ঘটনা জানতে পারেন। দোকান মালিক কাশেম মালিক কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার এক লক্ষ টাকার একটা বান্ডিল ক্যাশ বাক্সে রক্ষিত ছিল। সেখানে একটি সিসি ক্যামেরা থাকায়, আশেপাশের দোকানদার গন স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে সিসিটিভির ফুটেযে দেখতে পান এক চোর দোকানের বাঁদিকে অর্থাৎ যে দিক দিয়ে লোকজন চলাচল বেশি সেদিক দিয়ে গামছা দিয়ে দোকানের সাইট বেড়া দিয়ে দুহাত লম্বা করে দাঁড়িয়ে থাকে, যাতে দোকানের ভিতরে কি হচ্ছে কেউ যেন দেখতে না পায়। সেই সুযোগে অপর চোরটি দোকানে ঢুকে ক্যাশবাক্সের ডালা সরিয়ে বাক্সে রক্ষিত এক লক্ষ টাকার একটি বান্ডিল নিয়ে গোলাপি জামা পরা অপরচোরটি দোকান থেকে বেরিয়ে আসলে পরে দুজন একসাথেই চলে যায়। ঘটনাটি এলাকায় খুবই চঞ্চল্য সৃষ্টি করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button