
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য নুর মোহাম্মদের পক্ষ থেকে কটিয়াদী উপজেলার ৪০টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়।
১৮ অক্টোবর বুধবার উপজেলা পরিষদে, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি জাহাঙ্গীর আকবর সাকিল উপস্থিত থেকে কটিয়াদী পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবপ্রসাদ বনিক ও সম্পাদক সুরজিৎ ঘোষের হাতে সুষ্ঠুভাবে বন্টনের জন্য অনুদান প্রদান করা হয়।