sliderস্থানীয়

কটিয়াদীতে চেয়ারম্যান ও মেয়র অপসারণে বিএনপির আনন্দ মিছিল

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : ৪৯৩ টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেই সাথে ৩২৩টি পৌর মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগের ঘোষণা দেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে কটিয়াদী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজ একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি সমস্ত বাজার প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ, বিএনপি নেতা জাহিদুল, মিজানুর রহমান, কাউন্সিলর মাহফুজুর রহমান মিঠু, যুবদল নেতা শফিকুল ইসলাম ফুলু,মোহাম্মদ অহিদ মিয়া সহ অনেকেই।

উল্লেখযোগ্য যে, ১৮ আগস্ট উপজেলা চেয়ারম্যান মইনুজ্জামান অপু এবং পৌর মেয়র শওকত ওসমানের পদত্যাগের দাবিতে উপজেলা বিএনপি’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button