
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ২২০জন কৃষকের মাঝে ৪৯ লক্ষ টাকার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে । ৫ নভেম্বর রবিবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিদের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান, পৌর মেয়র শওকত ওসমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সহ আরো অনেকেই।