কটিয়াদীতে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:সম্প্রতি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এইচ পি ভি টিকাদান ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত টিকা মেয়েদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করে। এ কার্যক্রম কটিয়াদী উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরতা ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪বছর বয়সী ২০২৭৭ জন কিশোরীর মাঝে সরকারিভাবেএ টিকা বিনামূল্যে প্রদান করা হবে। এ উপলক্ষে আয়োজিত সভায় কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মুস্তাফিজুর রহমান,কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, এমওডিসি ডাক্তার জেরিন তাসমিন টিউলিপ,ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাইনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা খাতুন, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক )মুহায়ামিনুল ইসলাম, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
গত ১১ অক্টোবর বুধবার কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান অবহিতকরণ সেমিনার কটিয়াদী উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অবহিতকরণ সেমিনারে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, ডাক্তার আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মোহাই মিনুল ইসলাম। উক্ত সেমিনারে কটিয়াদী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গন অংশগ্রহণ করেন।