sliderস্থানীয়

ওয়াজ উদ্দিন দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন আলমগীর মোল্লা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ২২ অক্টোবর রোববার দাউদকান্দি ওয়াজ উদ্দিন ফাউন্ডেশন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন জিংলাতলী ইউপি চেয়ারম্যান আলমগীর মোল্লা। তিনি ৭ ভোট পেয়েছেন এবং আরেক প্রার্থী সালাহউদ্দিন পেয়েছেন ২ ভোট। এর আগে গত বৃহস্পতিবার অভিভাবক প্রতিনিধি সদস্য পদে ইবতেদায়ী পর্যায়ে মোঃ জসিম উদ্দিন সরকার, দাখিল পর্যায়ে ছোবহান সরকার ছাত্তার, মোঃ কুদ্দুস ও ছোবহান সরকার নির্বাচিত হন, পদাধিকার বলে বরাবরের মতো সদস্য সচিব নির্বাচিত হন মাদরাসা সুপার মোঃ আব্দুর রশীদ। ওই নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আল আমিন। আজকের সভাপতি নির্বাচনে তিনি সভাপতিত্ব করেন। শিক্ষক প্রতিনিধি ও সদস্যদের ভোটে নির্বাচিত নতুন সভাপতি আলমগীর মোল্লা তাঁর অভিপ্রায় ব্যাক্ত করে বলেন, ইভটিজিং বন্ধ, পড়াশোনার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবেন।

Related Articles

Leave a Reply

Back to top button