sliderস্থানীয়

উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী সাংবাদিকদের নিয়ে মুজিব বায়োপিক দেখতে সিনেমা হলে ইউএনও

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এঁর জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রুপকার’ বায়োপিক দেখতে বোয়ালমারী উপজেলার সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকদের নিয়ে সিনেমা হলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।

সোমবার (৩০ অক্টোবর) রাত ৭ টায় বোয়ালমারী পৌর শহরের ওয়াবদামোড়স্থ কাজী হারুন সিনেপ্লেক্সে গিয়ে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি উপভোগ করেন ইউএনও সহ সকলে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এম নাহিদ আল রাকিব, মৎস কর্মকর্তা জসীম আহমেদ, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, খাদ্যগুদাম কর্মকর্তা তোজাম্মেল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীর শতাধীক কর্মকর্তা কর্মচারী৷ সাংবাদিকবৃন্দ রুপালী পর্দায় সিনেমাটি উপভোগ করেন।

গত শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহের দুই শতাধিক স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায়। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পেয়েছে গত ২৭ অক্টোবর।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

Related Articles

Leave a Reply

Back to top button