ইসলামি বিপ্লব বার্ষিকীতে রুহানিকে অভিনন্দন জানালেন ম্যাকরন

ইরানের ইসলামি বিপ্লবের ৪১তম বিজয়বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট হাসান রুহানিকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি গতকাল (রোববার) প্রেসিডেন্ট রুহানিকে পাঠানো এক বার্তায় ইরানের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, ইরান ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতে হবে।
একইসঙ্গে বার্তায় ম্যাকরন আশা প্রকাশ করেন, তিনি তার ইউরোপীয় অংশীদারদের সঙ্গে নিয়ে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা ও তা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
ফরাসি প্রেসিডেন্ট এমন সময় পরমাণু সমঝোতা রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন যখন গত প্রায় দুই বছর ধরে একই প্রতিশ্রুতি রক্ষা করতে তার দেশসহ অন্যান্য ইউরোপীয় দেশ ব্যর্থ হয়েছে।
আমেরিকা ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেয়ার কথা ছিল তা বাস্তবায়ন করবে।
কিন্তু এক বছরেও ইইউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালের ৮ মে ইরান আগে থেকে ঘোষণা দিয়ে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখে।পরবর্তীতে আরো চার দফা একই কাজ করে গত ৫ জানুয়ারি তেহরান ঘোষণা করে, পশ্চিমা দেশগুলোর অন্যায় আচরণের কারণে তার পক্ষে আর এ সমঝোতার ধারাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। ইউরোপীয়রা কখনো তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সক্ষম হলে তেহরানও এ সমঝোতা মেনে চলতে শুরু করবে।
পার্সটুডে