ইলিয়টগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মাহিনুল ইসলাম ইলিয়টগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। ইউএনও মহোদয় এর মমতা ও ভালোবাসায় শিশুরা অল্প সময়ের মধ্যেই প্রিয় ব্যক্তি হয়ে উঠেন। শিশুরা নির্ভয়ে ইউএনও মহোদয় সাথে কথা বলেন এবং তিনি তাদের কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি শেখ রাসেল কর্নারে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের ছবি দেখিয়ে শিশুদের পরিচয় করিয়ে দেন। শিক্ষকদের পাঠদান ও শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং স্কুলটির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম মহোদয়গন।বিদ্যালয়ের পক্ষ থেকে কর্মকর্তাদের স্বাগত জানান স্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম সরকার, এসময় অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।