আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি।
শনিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা জানান জাতীয় পার্টি কো-চেয়ারম্যান জিএম কাদের।
তিনি বলেন, যদি বিএনপি নির্বাচনে আসে। আমরা জানি সেখানে দুইভাগে বিভক্ত হয়ে যাবে এবং কোনো না কোনো জোটে আমাদের থাকতে হবে। কেউই এককভাবে ৩০০ আসনে যোগ্য মনোনয়ন দিতে পারবে না। সকলকে শরিক দল হিসেবে আসন ভাগাভাগি করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা ঘোষণা দেওয়া হয়েছে মহাজোট গঠন করে আওয়ামী লীগের সঙ্গে থেকে নির্বাচন করব।
এসময় দেশের গণতন্ত্র এগিয়ে নিতে সবদলের নির্বাচনে অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেন জাতীয় পার্টি কো-চেয়ারম্যান।