sliderস্থানিয়

আশুলিয়ার বাইপাইল আন্ডারপাসে কাদা-পানির দুর্ভোগে মানুষের পাশে এনসিপি ও যুবশক্তি

সোহেল রানা,সাভার : ঢাকার আশুলিয়ার বাইপাইল আন্ডারপাসের রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে যেত, ফলে শিক্ষার্থী, অফিসগামী ও পথচারীদের ভোগান্তির শেষ ছিল না। প্রতিদিনই মানুষকে নোংরা পানি মাড়িয়ে চলতে হতো, দুর্ঘটনার আশঙ্কাও ছিল সর্বক্ষণ।

এ অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরা রবিবার নিজেদের উদ্যোগে কোদাল হাতে নেমে পড়েন রাস্তাটি সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে। সকাল থেকেই তারা একযোগে কাদা সরানো, পানি নিষ্কাশন ও রাস্তা চলাচল উপযোগী করার কাজে অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, “অনেকদিন ধরে এই রাস্তা এমন অবস্থায় পড়ে আছে। এ জনদুর্ভোগ লাঘবে এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরা নিজেরা এগিয়ে এসে কাজ করছে—এটা সত্যিই প্রশংসনীয়।”

নেতা-কর্মীরা জানিয়েছেন, এটি তাদের সামাজিক দায়িত্ববোধ থেকে করা উদ্যোগ। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজে তারা পাশে থাকতে চান।

এলাকাবাসীর মতে, এই উদ্যোগ শুধু রাস্তা সংস্কার নয়, এটি এক অনুপ্রেরণা—নিজ এলাকার সমস্যা নিজেরাই সমাধান করার এক দৃষ্টান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button