আরেকটি সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
ইয়েমেনের সেনারা সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। রোববার সন্ধ্যায় ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সা’দা প্রদেশের আকাশ থেকে ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল।
এর আগে গত ৩০ ডিসেম্বর উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে আনসারুল্লাহ সমর্থিত সেনারা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করে। এছাড়া, গত ২৭ নভেম্বর ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের একটি ইউরোফাইটার টাইফুন জেট ভূপাতিত করে। এ কাজে ইয়েমেনের সেনারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।
নভেম্বর মাসেই ইয়েমেনের সেনারা ঘোষণা দিয়েছিল যে, তারা মার্কিন নির্মিত এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি সৌদি আরবের বিমান বাহিনী ব্যবহার করছিল।
এছাড়া, গত জুন মাসে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।