sliderজাতীয়শিরোনাম

আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশীকে ক্ষমা

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার যে ৫৭ জন বাংলাদেশীকে দেশটির ফেডারেল আদালত দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল, তাদের সকলকে ক্ষমা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, ইউএই প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান তাদেরকে ক্ষমা করেছেন।

ওই বাংলাদেশীদেরকে শিগগিরই বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।

আজ একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button