
হেদায়তুল নয়ন,আদমদীঘি বগুড়াঃ বগুড়ার আদমদীঘি মহাসড়ক থেকে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। এব্যাপারে আদমদীঘি থানার উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুর রহমানের ছেলে রায়হান ইসলাম (২৫) ও শামসুর রহমানের ছেলে শামীম হোসেন (২০) গত ১৭ সেপ্টেম্বর শনিবার রাতে আদমদীঘি সোনালী ব্যাংকের সামনে মহাসড়কের পাশের্^ অবস্থান করে গাঁজা বিক্রয় করছে এমন গোপন সংবাদে থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াইশ গ্রাম গাঁজা উদ্ধার সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানা ওসি রেজাউল করিম রেজা বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং মাদক কারবারী দুই আসামীকে রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।