sliderরাজনীতিশিরোনাম

আগামী জাতীয় নির্বাচনে ৫০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ জাতীয় পার্টি

প্রতিযোগিতামূলক নির্বাচনে জাতীয়ভাবে ৫০টি আসনে নির্বাচন করার টার্গেট নিয়ে দল গোছাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একাংশ (মতিন)।

শনিবার (১৭ জুন) সকাল ১১টা থেকে রাজধানীর ফারস হোটেলে শুরু হওয়া চর্তুথ জাতীয় কাউন্সিল থেকে এমন বার্তাই জানান দিলেন দলের নেতারা।

প্রধান অথিতির বক্তব্যে বিএলডিপি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এম নাজিমউদ্দীন আল আজাদ বলেন, দেশে প্রতি সেক্টরে অসৎলোকের কারণে মেগা উন্নয়নগুলো মুখ থুপড়ে পড়ছে, মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হচ্ছে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান প্রফেসর ডা এম এ মুকিত বলেন, আমরা সমমনা ছোট ছোট দলগুলো নিয়ে আগামী ইলেকশন উপলক্ষে জোট গঠন করতে চাই।

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান প্রফেসর ডা এম এ মুকিতের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন এ বি পার্টির সহকারী সদস্য সচিব এম ইলিয়াস হোসাইন, মহাসচিব জাফর আহমদ জয়, অতিরিক্ত মহাসচিব ফারুকুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, ডেইলি মুন সম্পাদক আলমগীর হোসাইন।

নির্বাচন পরিচালনা করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আওলাদ হোসেন বুলবুল।

কাউন্সিলরদের প্রত্যক্ষ্য ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন প্রফেসর ডা এম এ মুকিত, সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এন এম সিরাজুল ইসলাম, মহাসচিব জাফর আহমেদ জয়, অতিরিক্ত মহাসচিব ফারুকুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Back to top button