
ভারতের আসাম রাজ্যে প্রকাশিত হলো আসামের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস বা এনআরসির (নাগরিকপঞ্জি) দ্বিতীয় ও চূড়ান্ত খসড়া। এই খসড়ায় বাদ পড়েছে ৪০ লাখ মানুষের নাম। যাদের নাম উঠেছে তাঁরা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বাকিরা নাগরিকত্ব প্রমাণের সুযোগ পাবেন। সেই সুযোগে যদি নির্দিষ্ট তথ্য প্রমাণের মাধ্যমে তাঁরা নাম তুলতে না পারেন তাহলে তাদের ঠাঁই হবে আসামের উদ্বাস্তু শিবিরে।
আসমের এই নাগরিকপঞ্জির খসড়া তালিকায় সিংহভাগ বাঙালির নাম নেই বলে অভিযোগ উঠেছে। আসামে নাগরিকপঞ্জি থেকে বাঙালিদের নাম বাদ যাওয়ায় আজ সোমবার ভারতের রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যরা রীতিমতো হৈচৈ শুরু করে দেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে এসে ব্যাখ্যা দেওয়ার দাবি জানাতে থাকেন।
এদিকে আসামে ৪০ লাখ মানুষের নাম ভারতের নাগরিকপঞ্জিতে না ওঠায় সাম্প্রদায়িক দাঙ্গা ও অশান্তির আশঙ্কায় কাঁপছে গোটা আসাম। পরিস্থিতির আঁচ করেই আসাম জুড়ে নিরাপত্তা কঠোর করা হয়েছে। আসামের বরপেটা, দারাং, ডিমা, হাসাও, শোণিতপুর, করিমগঞ্জ, গোলাঘাট ও ধুবড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আসাম পুলিশ এবং ২২০ কোম্পানি নিরাপত্তাবাহিনীতে ঢেকে ফেলা হয়েছে গোটা রাজ্য। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এক উচ্চ পর্যায়ের বৈঠক করে সমস্ত জেলাভিত্তিক অফিসারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
পাশাপাশি, খসড়া তালিকায় যাদের নাম ওঠেনি তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে নাম ওঠে সেই ব্যাপারে সাহায্য করতেও নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, আসামের প্রকৃত নাগরিকদের ভয় নেই। তারা নিজেদের নাগরিকত্ব প্রমাণের যথেষ্ট সুযোগ পাবে।
আসামে মোট জনসংখ্যা তিন কোটি ২৯ লাখ। তাদের মধ্যে দুই কোটি ৮২ লাখ ৮৩ হাজার ৬৬৮ জনকে ভারতের বৈধ নাগরিক হিসেবে মেনে নেওয়া হয়েছে এই খসড়া তালিকায়। ফলে অথৈ পানিতে পড়েছেন ৪০ লাখ মানুষ। যাদের বেশিরভাগই বাঙালি। সোমবার ভারতীয় সময় সকাল পৌনে ১০টায় আসাম রাজ্যের সমস্ত এনআরসি সেবাকেন্দ্র থেকে অনলাইনে মুক্তি পেয়েছে এই নাগরিকপঞ্জি।
১৯৭১ সালের ২৫ মার্চের আগে যারা এই দেশে রয়েছেন তাদের নাম ঠিকানা ও ছবি উঠেছে এই তালিকায়। যাদের নাম ওঠেনি তারা ৩০ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে এনআরসি সেবাকেন্দ্র থেকে ফর্ম সংগ্রহ করে নির্দিষ্ট তথ্য ও প্রমাণ সমেত আবেদন করতে পারবে। সেই আবেদনের পরও নাগরিকপঞ্জিতে নাম না উঠলে তাদের যেতে হবে উদ্বাস্তু শিবিরে। এনটিভি