sliderখেলা

অভিষেক ম্যাচেই ঝলমলে ইব্রাহিমোভিচ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন ইব্রাহিমোভিচ৷ তুরস্কের ক্লাব গালাতাসারাইকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিল ম্যান ইউ৷ দলের জয়ে একটি গোল করলেন সুইডেনের এই স্ট্রাইকার।
নিজ দেশের শহর গোটেনবার্গে ম্যাচের শুরুতেই দর্শকদের উল্লাসে ভাসান ইব্রাহিমোভিচ। চতুর্থ মিনিটে ডান দিক থেকে আন্তোনিও ভালেন্সিয়ার ক্রসে পেনাল্টি বক্সের কাছ থেকে এই স্ট্রাইকারের বাইসাইকেল কিক এক ড্রপে জালে জড়ায়। তবে ২২ মিনিটে তুর্কি মিডফিল্ডার সিনান গুমুসের গোলে সমতায় ফেরে গালাতাসার৷ ৪০তম মিনিটে গিনির ফরোয়ার্ড ব্রুমার গোলে এগিয়েও যায় তারা। তবে বিরতির পরে ঘুরে দাঁড়ায় ম্যান ইউ৷ ৫৫ ও ৫৯ মিনিটে দুই গোল করে ইউনাইটেডকে ফের এগিয়ে দেন ওয়েন রুনি। আর ৬২ মিনিটে স্কোরলাইন ৪-২ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন বেলজিয়ামের মিডফিল্ডার ফেলাইনি। ৭৫ মিনিটে রেড ডেভিলস নামে পরিচিত দলটির জয়সূচক গোলটি করেন স্পেনের জুয়ান মাতা।

Related Articles

Leave a Reply

Back to top button