sliderবিনোদন

অভিনেত্রী থেকে ১৭ বছরের তরুণী টিকটক স্টার, ভিডিও ভাইরাল

 ‘টিকটক’-এর জনপ্রিয়তা কোথায় নেই! সারা বিশ্বে এই অ্যাপের জ্বরে ভুগছে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ।

কেউ কেউ শুধু এই অ্যাপ দিয়ে ভিডিও বানিয়ে সাধারণ মানুষ থেকে হচ্ছেন সুপারস্টার। পাচ্ছেন যেমন জনপ্রিয়তা, তেমনি আর্থিকভাবেও কেউ কেউ হচ্ছেন লাভবান।

সম্প্রতি ভারতের এক তরুণী শুধু টিকটক অ্যাপ দিয়ে ভিডিও বানিয়ে হয়েছে জনপ্রিয়। জান্নাত জুবায়ের নামের ১৭ বছরের ওই তরুণীর ভক্ত ১৯ কোটিরও বেশি। তার ভাই আয়ান জুবায়েরও টিকটকে জনপ্রিয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আট বছর বয়সে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে জান্নাত জুবায়ের। তার টিকটক অ্যাকাউন্টটি সর্বাধিক জনপ্রিয় অ্যাকাউন্টের মধ্যে অন্যতম।

জান্নাতের বানানো ১৫ সেকেন্ডের ভিডিও ক্লিপগুলোর কারণে তাকে কয়েক কোটি লোক অনুসরণ করতে শুরু করে। অভিনেত্রীর থেকেও টিকটক স্টার হিসেবে এখন বেশি জনপ্রিয় সে।

টিভি সিরিয়াল ‘তু আশিকি’, ‘ভারত কা বীর সন্তান পুত্র মহারানা প্রতাপ’ এবং ‘ফুলওয়া’-তে অভিনয় করেছে জান্নাত। এ ছাড়া বলিউড চলচ্চিত্র ‘হিচকি’ ও ‘লাভ দ দি এন্ডে’ কাজ করেছে এই অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button