
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলে দেশের ন্যায্য হিস্যা ও অধিকার নিশ্চিত হয় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বাংলাদেশের ন্যায্য প্রাপ্য অধিকার অন্য সময়ে পাওয়া যায় না, বিএনপি সরকারে থাকলেই তা নিশ্চিত হয়।”
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে “চলো জি ভাই, হারঘেঁ পদ্মা বাঁচাই” স্লোগানে আয়োজিত পানির ন্যায্য হিস্যার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চলো জি ভাই,হারঘে পদ্মা বাঁচাই এর আয়োজনে ও এ কমিটির আহ্বায়ক সসবেক সংসদ সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি
মির্জা ফখরুল আরো বলেন, “সারা বিশ্বে জানিয়ে দিতে চাই—পদ্মা-গঙ্গার পানির ন্যায্য হিস্যা পাওয়া বাংলাদেশের অধিকার, দয়া নয়। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি ২০২৬ সালে শেষ হবে। কিন্তু ভারত কী পদক্ষেপ নেবে, তা আমরা জানি না।” তিনি আরও বলেন, “২০২৬ সালে যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার যদি দুর্বল হয়, তাহলে পদ্মার পানির সংকটে আমরা আরও ক্ষতিগ্রস্ত হবো।”
তিনি দাবি করেন, “প্রমাণিত—একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি সরকারে থাকলেই দেশের মানুষের অধিকার ও ন্যায্য হিস্যা আদায় সম্ভব।”
সমাবেশকে কেন্দ্র করে কলেজ মাঠে নির্বাচনী আমেজ দেখা যায়। সমাবেশের মঞ্চে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনসহ রাজশাহী বিভাগের সব আসনের বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন মির্জা ফখরুল।




