sliderস্থানিয়

জনগণ নির্বাচন চায়, আর কোনো আপোষ নেই আপোষ হবে না-মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জনগণ নির্বাচন চায়, আর কোনো আপোষ নেই আপোষ হবে না।
বিগত সরকারের কাছে বেগম জিয়ার জন্য দেনদরবার করেছি, বিদেশে নিয়ে তার চিকিৎসার জন্য। কিন্তু হাসিনা বললেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম জিয়াকে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে এক সভায় ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় মাদ্রাসার শিক্ষক, মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের ভোট দেওয়ার সুযোগ নতুনভাবে তৈরি হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি ৩১ দফায় সংস্কারের প্রস্তাব দিয়েছে। সরকার যা করছে তা এখন দেখছি।

তিনি আরও বলেন, কয়েকটি দল পিআর নিয়ে চিৎকার করছে। পিআর বোঝে না কেউ। ভোট হবে এক ব্যক্তি এক ভোট ভিত্তিতে। যা মানুষ বোঝে না, তা কেনো হবে?

‘সবাই একমত হলে বিএনপি চিন্তা করে দেখবে। দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে নির্বাচিত সংসদে।’

মির্জা ফখরুল বলেন, মারামারি আর করতে চাই না, প্রাণ দিতে হবে না শিশুদের। এখন রাজধানীতে যাওয়া যায় না, আন্দোলন আর আন্দোলন।

জনগণ নির্বাচন চায়, আর কোনো আপোষ নেই। আপোষ হবে না। পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button