এরদোগানের কথায় রাজি হয়ে গেলেন বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী!

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের কথা শুনে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিটোভ এতই মুগ্ধ হয়েছেন যে, তিনি সাথে সাথে ধূমপান ছেড়ে দিয়েছেন।
ওয়ারশতে ন্যাটো শীর্ষ সম্মেলনে শনিবার এই ঘটনাটি ঘটে বলে তুর্কি দৈনিক সাবাহ জানিয়েছে।
এরদোগান সম্মেলনের ফাঁকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সাথে বৈঠক করেন। এরপর এরদোগান ন্যাটো-ইউক্রেন কমিশনের বৈঠকে যাচ্ছিলেন। পথে দেখেন, মিটভ ধূমপায়ীদের ক্যাবিনে রয়েছেন।
কট্টর ধূমপানবিরোধী এরদোগানের তখন প্রবল ব্যস্ততা। তবুও তিনি অপেক্ষা করেন। তার কথায় মুগ্ধ হয়ে ৩৮ বছর বয়স্ক মিটোভ সাথে সাথে ধূমপান ছেড়ে দিতে রাজি হয়ে যান।
এরদোগান আরো অনেকবার ধূমপায়ীদের এই অভ্যাসটি ত্যাগ করার চেষ্টা করেছেন। ফুটপাতের দোকানদার, কিংবা সাংবাদিক- যাকেই তিনি সিগারেট টানতে দেখেন, তাকেই বোঝানোর চেষ্টা করেন, এতে কী ক্ষতি হতে পারে।




