sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

৩০ টন সরঞ্জাম নিয়ে ‘অসহায়’ ইতালিতে ৯ চীনা চিকিৎসক

ইউরোপীয় ইউনিয়নের কাছে মাস্কসহ কিছু সাহায্য চেয়ে না পাওয়া ইতালির পাশে দাঁড়িয়েছে চীন। মেডিকেল সরঞ্জামের জন্য রীতিমতো হাহাকার করতে থাকা দেশটিতে ৩০ টন পণ্য পাঠিয়েছে কভিড-১৯’র আক্রমণে দিশেহারা বেইজিং।
চীনের বাইরে ইতালিতেই সবচেয়ে বাজে অবস্থা। হাজারের উপরে মানুষ সেখানে মারা গেছেন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, চীনের রেড ক্রসের ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ দল বৃহস্পতিবার সন্ধ্যায় রোমে পৌঁছান।
সরঞ্জাম বুঝে পেয়ে যারপরনাই আপ্লুত ইতালির রেড ক্রস প্রধান ফ্রান্সেসকো রোকা, ‘নিজেদের অসহায় মনে হচ্ছিল। এই চাপের ভেতর, কঠিন অবস্থার ভেতর চীনের সাহায্য আমাদের কিছুটা স্বস্তি দেবে। এগুলো সাময়িকভাবে সাহায্য করবে, এটা সত্য, তবু আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
ইতালি চলতি মাসের শুরুতে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সাহায্য চায়। সেখান থেকে অপারগতা প্রকাশ করে জানানো হয়, নিজেদের নাগরিকদের জন্য তারা মেডিকেল সরঞ্জাম মজুদ করছে।

Related Articles

Leave a Reply

Back to top button