
রাজধানীর প্রগতি সরনিতে সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে বাসমালিকদের টাকা পরিশোধ করতেই হবে।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
গত ২০ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আবরারের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে আপিল বিভাগে যায় ওই পাঁচ পরিবহন কোম্পানি। শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন খারিজ করে দেয়।
গত ১৯ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস প্রগতি সরনিতে দাঁড়িয়েছিল। ওই বাসেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল আবরারের। বাসে ওঠার জন্য নিয়ম মেনেই জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। ওই সময় পাল্লাপাল্লি করে আসা সুপ্রভাত পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়েন আবরার। গুরুতর আহত আবরারকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করে তারা।