sliderস্থানিয়

হারাগাছে ষড়যন্ত্র–সংকটের জেরে বৃদ্ধের গলায় ফাঁস: তদন্তে নেমেছে পুলিশ

রতন রায়হান, রংপুর: রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন হারাগাছ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরচতুরা কলমদার টারী গ্রামে গলায় ফাঁস দিয়ে আকবর আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে নিজের শয়নকক্ষে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, দক্ষিণ–উত্তর দুয়ারী টিনসেট ঘরের ভেতর বাঁশের ধরণার সঙ্গে প্রায় তিন ফিট লাইলন রশি বেঁধে প্লাস্টিকের চেয়ারের ওপর দাঁড়িয়ে আকবর আলী আত্মহত্যা করেন। সকালে ৬টার দিকে ঘরের দরজা বন্ধ দেখে তার ছোট ছেলের স্ত্রী ডাকাডাকি করেও সাড়া না পেয়ে টিনের ফাঁক দিয়ে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় অবহিত করা হয়।

স্থানীয়রা জানান, আকবর আলীর ভাগ্নি আছিয়া বেগমকে ১০ বছর আগে বিয়ে দেওয়া হয়েছিল। তার স্বামী মারা যাওয়ার পর একই গ্রামের হাসেন আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং শারীরিক সম্পর্কে আছিয়ার অন্তঃসত্ত্বা হওয়া ও পরে গর্ভপাত করানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ ঘটনায় আকবর আলীর দুই ছেলে মশিয়ার রহমান ও শহিদার রহমান আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানালে পরিবারে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, বিষয়টি জানতে পেরে গত ১৪ নভেম্বর হাসেন আলী ও তার ছোট ভাই বাদশা আলম আকবর আলীর বাড়িতে গিয়ে তার দুই ছেলেকে মারধর করে। এ বিষয়ে হারাগাছ থানায় অভিযোগও দায়ের করা হয়। খবর পেয়ে হারাগাছ থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা (নং–১০, তারিখ: ১৫/১১/২৫) রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button