sliderশিরোনামস্থানীয়

স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেললে মাফ করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে সরকারিভাবে ও বেসরকারিভাবে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ভাল কাজ করছে। এই করোনা দুর্যোগের সময় মানুষের সঙ্গে যারা প্রতারণা করে, মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলে- তাদের সরকার মাফ করবে না।’
‘যে দুটি প্রতিষ্ঠান প্রতারণা করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। কোনো দুর্নীতিবাজকে সরকার ক্ষমা করবেন না’, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার নিজ বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তাঁর বাবা কর্নেল এম এ মালেকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সামাজিক দূরত্ব মেনে স্মরণসভায় আরো বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, জেলা স্বেছাসেবকলীগের সভাপতি লিয়াকত আলী, মানিকগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।
স্মরণসভার সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার। এনটিভি

Related Articles

Leave a Reply

Back to top button