sliderআন্তর্জাতিক সংবাদ

সুপারসনিক যুদ্ধবিমান ‘ব্ল্যাকজ্যাক’

বিশ্বের সবচেয়ে বড় সুপারসনিক যুদ্ধবিমান ‘ব্ল্যাকজ্যাক’। সম্প্রতি কাজানের এয়ারক্রাফট এন্টারপ্রাইজের হ্যাঙ্গার থেকে নবনির্মিত ‘টু-১৬০এম২ বা ব্ল্যাকজ্যাক’ সুপারসনিক যুদ্ধ বিমানের ছবি প্রকাশ করেছে রাশিয়া।
টুপোলেভ বিমান কোম্পানির নকশা করা এ যুদ্ধ বিমানটি পৃথিবীর সবচেয়ে বড় সুপারসনিক যুদ্ধবিমান। ১৩০ টন জ্বালানি তেল দিয়ে এটি একটানা উড়তে পারবে অন্তত ১৫ ঘণ্টা। এটিতে থাকছে নতুন ইঞ্জিন, ইলেকট্রনিক অবকাঠামো, কাচের ককপিট, যোগাযোগ ও উন্নত নিয়ন্ত্রণব্যবস্থা। ২০১৮ সালে এটি প্রথম আকাশে উড়ানো হবে।
ধারণা করা হচ্ছে, টু-১৬০এম২ বিমানে আগের মডেলের মতো কেএইচ-১০১/১০২ ক্রুজ ক্ষেপণাস্ত্র থাকবে। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে আঘাত হানতে পারে।
গত ১৬ নভেম্বর কাজানের এয়ারক্রাফট এন্টারপ্রাইজের হ্যাঙ্গার থেকে নবনির্মিত টু-১৬০এম২ বিমান গণমাধ্যমের সামনে নিয়ে আসা হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই প্রথমবারের মতো টু-১৬০ বিমানের নতুন সংস্করণ বানাল আধুনিক রাশিয়া।

Related Articles

Leave a Reply

Back to top button