sliderস্থানিয়

সিংগাইরে ৮ ইউনিয়নে ৪ প্রশাসনিক কর্মকর্তা! জনসেবা বিঘ্নিত

সিরাজুল ইসলাম, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ৪ জন দায়িত্ব পালন করছেন। তদুপরি এক প্রশাসনিক কর্মকর্তা ২ ইউনিয়নের কার্যক্রম করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। ফলে জনসেবা হচ্ছে বিঘ্নিত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চান্দহর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো.রেজাউল করিম রাজা অতিরিক্ত দায়িত্ব হিসেবে জামির্ত্তা ইউনিয়নে, জামশা ইউনিয়নের মেসবাহ উদ্দিন আহমেদ শায়েস্তা ইউনিয়নে, তালেবপুর ইউনিয়নের অপু রাজবংশী বলধারা এবং জয়মন্টপ ইউনিয়নের মো.নুরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে চারিগ্রাম ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

প্রযুক্তির উৎকর্ষতায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় একজন প্রশাসনিক কর্মকর্তার যেখানে এক ইউনিয়নের দায়িত্ব পালন করতেই হিমশিম খেতে হয়, সেখানে ২ ইউনিয়নে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের প্রাণ ওষ্ঠাগত।

জামশা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, তার চাকরি প্রায় শেষ পর্যায়ে । এ বয়সে ২ ইউনিয়নের দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব। এজন্য তিনি অন্যত্র বদলি চেয়েছেন।

চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো.তারিকুর রহমান আলাল জানান,একজন প্রশাসনিক কর্মকর্তা ২ ইউনিয়নে দায়িত্ব পালন করায় উভয় ইউনিয়নবাসী কাঙ্খিত সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। ইউনিয়ন পরিষদ গুলোর কাজের গতি বৃদ্ধি করতে অতি দ্রুত প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের দাবিও জানান তিনি।

এ ব্যাপারে জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লা বলেন, বিষয়টি আমার জানা আছে। জনবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের আগে লোক নিয়োগ দেয়া সম্ভব হবে না বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button