
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করেছে সাটুরিয়া উপজেলা যুবদল।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টার দিকে সাটুরিয়া সরকারী পাইলট বিদ্যালয়ের কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুবদলের নির্বাচনকালীন জরুরী সভার আয়োজন করা হয়। সভা শেষে ১২টায় হাই স্কুল মাঠ থেকে একটি মিছিল সাটুরিয়া বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী সাটুরিয়া বাজার প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।
বটতলায় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য যুবদলকে এক থেকে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক আমির হামজা, উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম ফরিদ, যুগ্ম আহবায়ক জুয়েল, যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম মন্ডল, যুগ্ন আহবায়ক এডভোকেট অমিত সহ উপজেলা যুবদল ও উপজেলা যুবদলের প্রতেকটা ইউনিয়নের সকল নেতা কর্মী ।




