
মাসুদ পারভেজ, মির্জাপুর প্রতিনিধি: দেশের জন্য জীবন উৎসর্গ করা বীরদের স্মরণে,বিগত বছরগুলোতে বিএনপি ও সহযোগী সংগঠনের যারা মৃত্যুবরণ করেছেন,তাদের আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০নং গোড়াই ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের হাতে শহীদ ও জুলাই আন্দোলনে নিহত সকল শহীদ এবং গোড়াই ইউনিয়নের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪ টার সময় উপজেলার গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও আলোচনা সভা হয়।
এ সময় বক্তারা বলেন দেশ ও গনতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ জাতি ভুলবেনা । সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম করে যাওয়া প্রত্যেক সহ যোদ্ধাকে গভীর ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখা হবে এবং ত্যাগ তিতিক্ষার এ পথেই সহকর্মীদের স্বপ্ন পুরনে কাজ করবে যুবদল।
১০নং গোড়াই ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আল-আমিন সিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলম, গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনিসুর রহমান জুয়েল সহ গোড়াই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।



