sliderস্থানীয়

মানিকগঞ্জে শত বছরের ঐতিহ্যবাহী গরু ও ঘোড়দৌড়

আব্দুর রাজ্জাক,ঘিওর, মানিকগঞ্জ : মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো শতবছরের ঐতিহ্যবাহী গরু ও ঘোড় দৌড় প্রতিযোগিতা।
সোমবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মানতা মাঠে এ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল নামে।

আকর্ষণীয় এই প্রতিযোগিতার আয়োজন করেন মানতা এলাকায় হযরত শাহ কানু প্রামাণিক এর ওরশ মোবারক ও শাকরাইন মেলা কমিটি।

মানিকগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকা থেকে নানা আকারের, নানা রঙের অর্ধশতাধিক গরু এবং ৩০ টি ঘোড়া নিয়ে আসেন সৌখিন প্রতিযোগিতারা। এটা দেখতে ভীড় করেন হাজারো নারী পুরুষ। প্রতিযোগিতা উপলক্ষে সেখানে বসে ৭ দিনব্যাপী গ্রামীণ
মেলা। পরে বিজয়ীদের মাঝে বিতরন করা হয় আকর্ষনীয় পুরষ্কার।

পুটাইল ইউপি চেয়ারম্যান মো: মহিদুর রহমান মহিদ বলেন হযরত শাহ কানু প্রামাণিক এর ওরশ মোবারক ও শাকরাইন মেলায় গরু ও ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়ে একশ বছরেরও বেশি সময় ধরে। এ উপলক্ষে মানিকগঞ্জ জেলাবাসীর মাঝে বিরাজ করে
আনন্দ উৎসাহ। এ প্রতিযোগিতা অব্যাহত রাখতে সচেষ্ট আয়োজক সংগঠনের সদস্যসহ গ্রামবাসী।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান রহমানের উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: রমজান আলী, পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন গিনি বিশ্বাস, আব্দুল খালেক, মজনু বিশ্বাস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button