বিনোদন

মডেল ঈশানার মামলায় চূড়ান্ত প্রতিবেদন

জনপ্রিয় মডেল মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন সরকার।

এদিকে আজ ঈশানা ঢাকার মহানগর হাকিম মো. সাজ্জাত হোসেনের আদালতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। তাঁর আইনজীবী এমদাদুল হক লাল এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

এমদাদুল হক লাল জানান, মডেল ঈশানা আজ আদালতে হাজির ছিলেন। চূড়ান্ত প্রতিবেদনটি আদালত গ্রহণ করলে ঈশানা অব্যাহতি পাবেন।

গত ২৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে ঢাকার মহানগর হাকিম মো. মারুফ হোসেন  আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন ঈশানা।

মামলায় বলা হয়েছে, শুটিং সেটে বাদী প্রযোজক মারুফ খান প্রেমের অনুপস্থিতে ঈশানা তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেন। সেই সঙ্গে তাঁর ফেসবুক পেজে একটি মানহানিকর স্ট্যাটাস পোস্ট করেন। এতে বাদীর সুনামহানি, সামাজিক ও আর্থিকভাবে এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি মামলার বাদী প্রযোজক অভিনেতা মারুফ খান প্রেম মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মানহানি মামলা এবং গত ১ মার্চ উত্তরা পশ্চিম থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে আরেকটি মামলা করেন। সুত্র: এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button