ব্রিটেনের স্কুলে হেনস্থা মুসলিম পড়ুয়ার

লন্ডনে হেনস্থার শিকার ৮ বছর বয়সী মুসলিম পড়ুয়া। আই এস সমর্থক হওয়ার অভিযোগে স্কুলের শিক্ষিকাদের হাতেই হেনস্থা হতে হলো তাকে। সম্প্রতি ‘আমি আবু বকর আল সিদ্দিকির মতো হতে চাই’ লেখা টি শার্ট পড়ে পূর্ব লন্ডনে নিজের স্কুলে যায় সে। তাতেই বিপত্তি বাধে।
মুসলিমরা হজরত আবু বকর আল সিদ্দিকিকে (রা.) মহান খলিফা মনে করে। কিন্তু ব্রিটিশ স্কুল শিক্ষিকারা টি শার্টে লেখা নামটিকে আইএস নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে গুলিয়ে ফেলেন।
বাচ্চাটিকে রীতিমত জেরা করার পর তার বাড়ির লোককে ডেকে পাঠান। বাচ্চাটি কট্টরপন্থার দিকে ঝুঁকছে বলে স্কুল কর্তৃপক্ষের কাছে নালিশও জানানো হয়। বলা হয় বেশ কিছুদিন ধরেই নাকি স্কুলের বাকি বাচ্চাদের কাছে সে বলছিল, বাবা ‘গোপন পেশার’ সঙ্গে জড়িত।
কিন্তু পরে জানা যায়, রোজকার চাকরির পাশাপাশি অনলাইন বিপণি সংস্থা ইবে–তে বাবা নেলপলিশ বিক্রি করে বলেই সহপাঠীদের জানিয়েছিল সে। কিছু না জেনে, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়েই তাকে হেনস্থা করে শিক্ষিকারা। গোট ঘটনায় এখনো আতঙ্কে ভুগছে ওই পড়ুয়া। স্কুলে যেতেও ভয় পাচ্ছে সে।
ব্রিটিশ স্কুলে মুসলিম পড়ুয়াদের হেনস্থার ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে মার্চ মাসে ‘কিউকাম্বার’–কে ভুল করে ‘কুকার বম্ব’ উচ্চারণ করায় চার বছরের এক বাচ্চাকেও হেনস্থা করা হয়েছিল। জানুয়ারিতে ‘টেরেস্ড হাউস’–কে ভুল করে ‘টেররিস্ট হাউস’ বলায় ১০ বছরের এক পড়ুয়ার বাড়িতে পর্যন্ত পুলিশ পৌঁছেছিল।




