sliderস্থানীয়

বাঘাইছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: বাঘাইছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ২০২৪ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। সভায় বিশেষ অতিথিরা ছিলেন, পৌর মেয়র জমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, ও প্রেস ক্লাব সভাপতি দীলিপ দাশ। সভায় বিষয়টির উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মোছাদ্দিক সরকার এবং বিশেষ অতিথিরা সহ সভাপতি শিরীন আখতার। এছাড়াও স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের দায়িত্বে ১৭ এপ্রিল সুবিধামত সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুজিব নগর দিবসের তাৎপর্য তুলে ধরে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা করার এবং ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এর দায়িত্বে মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে মসজিদ, মন্দির,গীর্জা, প্যাগোডা এবং অন্যান্য উপসনালয়ে ঐতিহাসিক যমুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক মোনাজাত/প্রার্থনা করার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button