sliderস্থানীয়

বাগাতিপাড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় স্থানীয় এমপির ভাইয়ের পুকুর পাড় দিয়ে ঘাস কাটতে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মিরাজুল ইসলাম হোসেন (২২) নামে এক নব বিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপরে উপজেলার স্যান্যালপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত মিরাজুল ইসলাম স্যান্যালপাড়া মধ্যপাড়া এলাকার রফিকুল ইসলাম মৃধার ছেলে। তিন মাসে আগে তিনি বিয়ে করেছিলেন। নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার স্যান্যালপাড়া গ্রামের মৃত আজিজুল সরকারের ছেলে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বৈমাত্রেয় ভাই জাহাঙ্গীর আলমের বাড়ির পাশের পুকুর পাড়ে ঘাস কাটতে যায় প্রতিবেশী যুবক মিরাজুল ইসলাম । এ সময় সে বিদ্যুতায়িত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মিরাজের মৃত্যুর জন্য পুকুর মালিক জাহাঙ্গীর হোসেনকে দায়ী করেছে নিহতের পরিবার সহ এলাকাবাসী। এঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। নিহত যুবকের চাচা সাইদুল ইসলাম বলেন, দুপুরে মিরাজুল ইসলাম স্থানীয় জাহাঙ্গীর আলমের পুকুর পাড়ে ছাগলের জন্য ঘাস কাটতে যান। সেসময় পুকুরে অন্যদের প্রবেশ ঠেকাতে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া ছিল। ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিরাজুল ইসলাম। চায়না বেগম নামের এক নারী দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন, পুকুর মালিক জাহাঙ্গীর আলম দিনের বেলাতেও পুকুরসহ তার অন্য জমিতেও বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। তবে এ বিষয়ে পুকুর মালিক জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তার পুকুর পাড়ে কোন বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল না বরং ওই যুবক তার পুকুরে মাছ চুরি করতে গিয়েছিল বলে তিনি দাবি করেন। এদিকে হাসপাতাল থেকে মিরাজের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা জাহাঙ্গীর আলমের এ সব কর্মকান্ডের জন্য বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিকুল আজম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরৎহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button