
মোঃ শাহ আলম,দৌলতপুর (মানিকগঞ্জ): “ক্রীড়া শক্তি ক্রীড়া বল, মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা “প্রশাসন কাপ ২০২৫” ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৮ টীমের খেলা প্রথম বারের মত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিয়ান নুরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.নূরুল ইসলাম কুন্টু, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন,কলিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,চরকাটারী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, চকমিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।
নির্ধারিত খেলার ২ মিনিট আগেই চকমিরপুর ইউনিয়ন পরিষদ ১টি গোল করে। পরবর্তীতে কলিয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চকমিরপুর ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়েছেন।




