বিনোদন

দুই দিনেই সব রেকর্ড ভেঙে দিলেন চার তরুণী

 ভালোবেসে দুঃখ এলে, চোখে জল এলে সেই ভালোবাসার দরকার নেই। তাকে বুকে বয়ে বয়ে দীর্ঘঃশ্বাস ছেড়ে ফায়দা নেই। বরং তাকে খুন করে ফেলাই ভালো। ভালোবাসা খুনের এমন আহ্বান নিয়েই কোরিয়ান চার তরুণী দুনিয়া মাতিয়ে দিয়েছেন নাচে গানে।

ঠিক তাই। কোরিয়ান চার তরুণীর গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিঙ্ক’। সম্প্রতি তারা নতুন গান নিয়ে হাজির হয়েছে। গানের নাম ‘কিল দিস লাভ’।

জানা গেছে, ১০ কোটির মাইলফলক স্পর্শ করতে ‘কিল দিস লাভ’ সময় নিয়েছে মাত্র দুই দিন ১৪ ঘণ্টা। প্রথম ২৪ ঘণ্টায় এটি দেখা হয় ৫ কোটি ৬৭ লাখ বার। এর মাধ্যমে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশিবার দেখা গানের ভিডিও’র রেকর্ডটাও ভেঙে দিয়েছে। এর আগে এই রেকর্ডটা ছিলো আরিয়ানা গ্র্যান্ডের ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’ গানের ভিডিও’র দখলে।

আজ ৯ এপ্রিল এ রিপোর্ট লেখা পর্যন্ত ‘কিল দিস লাভ’-র ভিউ ১৩ কোটি ৪১ লাখ ৮২ হাজারেরও বেশি। এরইমধ্যে গানটি নিয়ে শোরগোল চারদিকে। ধারণা করা হচ্ছে আগামী বছরে মিউজিক সংক্রান্ত অ্যাওয়ার্ডগুলোতেও বাজিমাত করবে কোরিয়ান গানটি।
কোরিয়ান গায়িকা জিশু, জেনি, রোজ ও লিসা মিলে ২০১৬ সালে গড়ে তুলেন তাদের ‘ব্ল্যাঙ্কপিঙ্ক’ ব্যান্ডটি। ওই বছরের আগস্টে বের হয় তাদের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। গত বছর প্রকাশিত সিঙ্গেল ‘ডুড-ডু ডুড-ডু’ মার্কিন টপচার্টে সাড়া জাগায়। ইউটিউবে কোরিয়ান কোনও ব্যান্ডের সবচেয়ে বেশিবার দেখা ভিডিও ছিল এটাই।

গানের ভিডিও :

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button