Uncategorized
দলের জন্য অধিনায়কের অর্থ দান

বিশ্ব ফুটবলে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন দক্ষিণ আফ্রিকা ফুটবল দলের অধিনায়ক ওবি মিকেল। দলকে আর্থিক ভরাডুবি থেকে রক্ষা করতে অধিনায়কই অর্থ দান করলেন। রিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া আফ্রিকা দলকে ৩০ হাজার মার্কিন ডলার দান করেছেন মিকেল।
বেশ কিছু দিন যাবতই আর্থিন অনটনে ভুগছে দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। ফলে অলিম্পিক প্রস্তুতিতেও ব্যাঘাত ঘটছিল দলটির। তাই ভরাডুবি থেকে বের করে আনতে ফেডারেশনের কাছে আকুল আবেদ জানিয়েছিলেন আফ্রিকা দলের কোচ। এরপরই দলকে সাহায্য করতে অর্থ দান করলেন মিকেল। বিশেষজ্ঞদের কাছে এ ঘটনা সারা বিশ্বের কাছেই একটা দৃস্টান্ত হয়ে থাকবে।




